ক্রিকেটের চট্টগ্রাম পর্বের খেলা শেষে একদিন বিরতি দিয়ে আবার আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ঢাকায় ফিরে মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স।
অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এ আসরের ১৭তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে সিলেট।
এর আগে, বরিশালের বিপক্ষে টানা ২ ম্যাচ হারের স্বাদ পেয়েছে খুলনা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ২টি জয় নিয়ে টেবিলের ৫ নম্বরে রয়েছে খুলনা। অপর দিকে, টানা হারে জর্জরিত সিলেট সানরাইজার্স ৫ ম্যাচে মাত্র ১ জয় পেয়ে রয়েছে টেবিলের তলানিতে। অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ন্সের হয়ে আজ মাঠে নামার সম্ভাবনা রয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলির।