December 25, 2024, 2:01 pm

যশোরের সাংসদ রনজিৎ রায় করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2020,
  • 159 Time View

যশোর প্রতিনিধি
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে- সংসদ সদস্য রনজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের ( সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।

সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন আরও জানান, কয়েকদিন ধরে সাংসদ রনজিৎ কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সেখানে তার করোনা শনাক্ত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71