December 27, 2024, 5:55 am

বরগুনায় চাল চুরি হাতেনাতে খাদ্যগুদাম কর্মকর্তাসহ আটক-৭।

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2020,
  • 79 Time View

 

এম.এস রিয়াদ,বরগুনা:

বরগুনায় রাতের আঁধারে চাল চুরির অভিযোগে পুলিশ হাতেনাতে খাদ্যগুদাম কর্মকর্তাসহ সাতজনকে আটক করেছে।

মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালায় বরগুনার ডিবি পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ২২টি বস্তায় ৫৯৪ কেজি চাল এবং আলামত হিসেবে ১টি চার্জার লাইট, ৩টি লোহার হুক, দুইটি বোঙ্গা সুঁই ও প্রায় আধা কেজি সুতলী উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনার সাথে সম্পৃক্ত আরও বেশ কয়েকজন খাদ্যগুদাম থেকে পালিয়ে যায়।

আটককৃতদের মঙ্গলবার ভোর রাতে বরগুনা খাদ্যগুদাম থেকে বরগুনা থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, বরগুনা সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্লাহ আল মামুন বিপ্লব (৪২), জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ি চালক মো. মাসুম বিল্লাহ (৩৫), নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান (৩৫) ও মো. শাহিন (৩৭) খাদ্য গুদামের শ্রমিক মো. ফোরকান মুসুল্লি (৩২), বিনয় (৫৫) এবং আ. সোবহান (৬০)।

এ ঘটনায় জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন তালুকদার বাদি হয়ে এই সাতজনকে আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বরগুনা খাদ্যগুদামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঘটনাস্থল পরিদর্শণ করে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদারকে ঘটনাস্থলে আসতে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জেনে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদার বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71