December 27, 2024, 5:46 am

বিকেলে বসছে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন

Reporter Name
  • Update Time : Wednesday, June 10, 2020,
  • 115 Time View

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস ঝুঁকি ও আতঙ্কের মধ্যে আজ বুধবার (১০ জুন) শুরু হচ্ছে চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন।

বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। অধিবেশন সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা হয়েছে। প্রবীণ ও অসুস্থ সংসদ সদস্যদের অধিবেশনে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা সতর্কতার অংশ হিসেবে সংসদের এই বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। প্রথম দিন অধ্যাদেশ উত্থাপন ও শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হবে। রেওয়ার অনুযায়ী চলতি সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন মুলতবি করা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন।

প্রস্তাবিত বাজেটের ওপর মাত্র পাঁচ দিন আলোচনা হবে। আর পুরো বাজেট পাসের প্রক্রিয়ায় ব্যয় হবে ১০ দিন। সব মিলিয়ে সর্বোচ্চ ২০ ঘণ্টা বাজেট আলোচনা হতে পারে। গত বছর প্রায় ৬০ ঘণ্টা বাজেট আলোচনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71