আইসিসির ফিউচার ট্যুর বা এফটিপি অনুযায়ী আগেই ঠিক করা ছিল বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। যদিও চূড়ান্ত ছিল না সূচি। বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ঘোষণা করেছে সূচি।
ঘরের মাঠে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
সিরিজ শেষ করেই দুই টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে টাইগাররা। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মূল ভেন্যু সেঞ্চুরিয়ান, জোহানেসবার্গ, ডারবান ও পোর্ট এলিজাবেথে খেলবে বাংলাদেশ। সফর শুরু ওয়ানডে সিরিজ দিয়ে। শেষ হবে টেস্ট সিরিজে।
সফরের প্রথম ওয়ানডে ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গ এবং ২৩ মার্চ তৃতীয় ওয়ানডেও সেঞ্চুরিয়ানে। সবগুলো ম্যাচ দিবা-রাত্রির। প্রথম টেস্ট ডারবানে ৩১ মার্চ-৪ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট ৮-১২ এপ্রিল পোর্ট এলিজাবেথে। টাইগাররা এই প্রথম ডারবান ও পোর্ট এলিজাবেথে টেস্ট খেলবে। ওয়ানডে তিনটি আইসিসি সুপার লিগের এবং টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের।
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন।
দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, জোহানেসবার্গ।
তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ সেঞ্চুরিয়ন।
টেস্ট সিরিজ:
প্রথম টেস্ট: ৩১ মার্চ, ডারবান।
দ্বিতীয় টেস্ট: ৮ এপ্রিল, পোর্ট এলিজাবেথ।