ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের ৩৩৫ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন ৬৮ বছর বয়ষ্ক এক বাসিন্দা।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌণে ১২ টায় তিনি ওই ভবনের সাত তলায় লিফটে হঠাৎ আটকা পড়েন।
খবর পেয়ে ভবনের লোকজন লিফটের দরজা খোলার অনেক চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এভাবে চলে যায় পনের মিনিট।
ইতিমধ্যে লোকটির শ্বাষকষ্ট শুরু হয়।
উপায়ান্তর না দেখে লিফটের ভেতর আটকাবস্থা থেকে উদ্ধারের অনুরোধ জানিয়ে তিনি নিজেই কল দেন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে।
জরুরি সেবায় কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. সজীবুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে কলারের সাথে খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়।
খিলগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, তারা ঘটনাস্থলে পৌছেই ওই ভবনের সপ্তম তলায় আটকে পড়া লিফটের দরজা হাইড্রোলিক স্প্রেডার দিয়ে খুলেন। এরপর সুস্থ অবস্থায় বয়োজৈষ্ঠ ওই ব্যক্তিকে উদ্ধার করেন।
জানা গেছে, এখন তিনি ভালো আছেন।