অনলাইন ডেস্ক
যেসব নায়িকারা এরইমধ্যে তরুণদের মনে ঝড় তুলেছেন তাদের মধ্যে সারা আলি খান অন্যতম। ইন্সটাগ্রামেও বেশ জনপ্রিয় এ নায়িকা। আর তাইতো সম্প্রতি ভক্তদের জন্য নতুন উপহার দিলেন সারা। ইনস্টাগ্রামে ভাই ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সারার ব্যায়ামের ছবি ঢেউ তুললো অনুরাগীদের মনে।
লকডাউনের কারণে এমনিতই এখন ব্যস্ততম অভিনেত্রী সারার হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আর করোনা পরিস্থিতিতে এখন পায় ২৪ ঘণ্টা বাড়িতেই রয়েছেন ইব্রাহিমও। তাই এই সময়টাকে কাজে লাগালেন তারা। ভাইকে সঙ্গে নিয়ে সারার এই ব্যায়ামের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে সারা ও ইব্রাহিম ক্যামেরার দিকে পিছন ঘুরে একসঙ্গে যোগাভ্যাস করছেন। তাদের পোষ্য কুকুরটি লক্ষ্মী হয়ে বসে তাদের ওই যোগচর্চা দেখছে। ইব্রাহিম ছবিটি শেয়ার করে লিখেছেন, আমাদের যোগা।