নতুন নির্বাচন কমিশন গঠনে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা এসব নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় রয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নাম।
এই তারকা জানিয়েছেন, ‘এ বিষয়ে তিনি অবগত নন। বর্তমানে একটি কাজে তিনি ঢাকার বাইরে রয়েছেন। বিষয়টি সম্পর্কে জেনে তারপরই এ নিয়ে তিনি মন্তব্য করবেন। ’
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনায় রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত ২৮ জানুয়ারির নির্বাচনে দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগরকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন তিনি।
এছাড়া চলচ্চিত্রের বাইরেও এই তারকা নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে দীর্ঘ দিন ধরে বেশ আলোচিত।