বাংলাদেশে প্রবেশ ও অন্য দেশে যেতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক না করার সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে বিদেশ থেকে আসা যেসব যাত্রীর করোনা টিকার ডোজ সম্পন্ন করার ১৪দিন পার হয়েছে তাদেরও কোভিড-১৯ টেস্ট ছাড়াই দেশে প্রবেশের অনুমতি দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
গতকাল কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৬তম সভায় এ সুপারিশ করা হয়।
আজ বুধবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহির্গামী যাত্রীদের ক্ষেত্রে বর্তমানে পৃথিবীর কোনও কোনও দেশে প্রবেশের জন্য আরটিপিসিআর টেস্ট করা বাধ্যতামূলক নয়। আর এ অবস্থায়, তাদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক না করে যে দেশে যাবেন বা যে এয়ারলাইন্সে ভ্রমণ করবেন, তাদের শর্ত অনুযায়ী আরটিপিসিআর টেস্টের বিধান রাখার পরামর্শ দেওয়া হয়। তবে, যাত্রীর কাছে তার কোভিড-১৯ টিকার সার্টিফিকেট বা টিকা গ্রহণের সনদ থাকা বাধ্যতামূলক করা প্রয়োজন। তবে টিকার সম্পূর্ণ ডোজ যাদের সম্পন্ন হয়নি, তাদের ক্ষেত্রে ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষার প্রয়োজন বলে মনে করেন কমিটির সদস্যরা।