২০২২ বিপিএলের ফাইনালে ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে শুরুতে ফিল্ডিং করবে ফরচুন বরিশাল। বিপিএলে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কুমিল্লা–বরিশাল। দুবার জিতে এগিয়ে বরিশাল।
করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় এই ম্যাচে খেলছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
আসরের ফাইনালে শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।
এর মধ্যে কুমিল্লা তৃতীয় এবং বরিশাল প্রথম শিরোপার জন্য লড়ছে।
ফাইনালের আগের দিন অর্থাৎ গতকাল (বৃহস্পতিবার) শের-ই-বাংলায় দুই দলের অধিনায়কদের ফটোসেশনে হাজির হননি সাকিব।
তার বদলে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ট্রফি হাতে পোজ দেন বরিশালের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
২০২২ বিপিএলের ফাইনালে ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে শুরুতে ফিল্ডিং করবে ফরচুন বরিশাল। বিপিএলে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কুমিল্লা–বরিশাল। দুবার জিতে এগিয়ে বরিশাল।
করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় এই ম্যাচে খেলছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
আজ কুমিল্লার দলে কোনো পরিবর্তন না থাকলেও পরিবর্তন এনেছে বরিশাল। জিয়াউর রহমানের জায়গায় দলে ঢুকেছেন সৈকত আলী।
আজ কুমিল্লা তৃতীয় এবং বরিশাল প্রথম শিরোপার জয়ের লড়াই।
ফাইনালের আগের দিন অর্থাৎ গতকাল (বৃহস্পতিবার) শের-ই-বাংলায় দুই দলের অধিনায়কদের ফটোসেশনে হাজির হননি সাকিব।
তার বদলে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ট্রফি হাতে পোজ দেন বরিশালের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
কুমিল্লা ভিক্টোরিয়ানস দল:
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, তানভীর ইসলাম, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।
ফরচুন বরিশাল দল:
সাকিব আল হাসান (অধিনায়ক) মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান, মেহেদী হাসান রানা, মুজিব উর রেহমান ও শফিকুল ইসলাম।