সপ্তাহ খানেক আগেও পেঁয়াজের দাম প্রতি কেজি ছিলো ৩০ থেকে ৩৫ টাকা। আজ শুক্রবার সেই পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা। গতকাল বৃহস্পতিবার রাতে যে পেঁয়াজ ছিলে ৫০ টাকা কেজি, আজ সকালে সেটা ৬০ টাকা। অর্থাৎ রাতের ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা যা সপ্তাহে প্রায় দিগুণ!
হঠাৎ পেঁয়াজের বাজারে এই অস্থিরতার কারণ সম্পর্কে জানা গেছে, বৃষ্টির কারণে পেঁয়াজ চাষীরা ইতিমধ্যে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আবারও বৃষ্টি হলে আরো ক্ষতির আশংকা করা হচ্ছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার কাঁচাবাজার ঘুরে জানা গেছে, পেঁয়াজের পাশাপাশি ব্রয়লার মুরগীর দামও বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ এখন কিছুটা কম। এ কারণে দেশী ও সোনালি মুরগির দামও বেড়েছে।