পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মানবেতর জীবন যাপন করছে মস্তফা সরদার (৫০)। মস্তফা সরদার হচ্ছেন উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃতঃ মতলেব সরদারের ছেলে। মস্তফা সরদার জানান, আমি দীর্ঘ ৭ বছর পর্যন্ত মা, বাবা, স্ত্রী সন্তান নিয়ে গলাচিপা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুহুল মুন্সির জায়গা ক্রয় করে ঘর উত্তোলন করে বসবাস করে আসছি। আমার ঘরের পূর্ব উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের আংশিক কিছু জমি আছে। আমি ভোগ দখল করে খাচ্ছি এবং গাছপালা লাগিয়ে ঘর বাড়ী তৈরি করে বসবাস করে আসছি। হঠাৎ করে আমার এলাকার কিছু কূচক্রী মহল পানি উন্নয়ন বোর্ডের জায়গাটি দখল করা ও আমার ঘরবাড়ী দখল করার পায়তারা করছে। আমি বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গলাচিপা থানাকে জানাই। তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডে ডিসিআর এর জন্য লিখিত দরখাস্থ দিয়ে এসেছি। পানি উন্নয়ন বোর্ডের এই জমিটি যদি আমি ডিসিআর না পাই তাহলে সন্তান পরিজন নিয়ে আমি পথে বসে যাব। এ বিষয়ে মস্তফা সরদারের স্ত্রী নুরজাহান বেগম বলেন, আমার সংসারে একমাত্র আয়ের উৎস আমার স্বামী। আমার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। পানি উন্নয়ন বোর্ডের জমিটি আমাদের থাকার মূল স্থান। এই জমিটি যদি অন্য কোন প্রভাবশালীরা ডিসিআর কেটে নেয় তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোন পথ বাকি থাকবে না। এ বিষয় নিয়ে ইউপি সদস্য রফিক মিয়া বলেন, আসলেই মস্তফা সরদার মানবেতর জীবন যাপন করছে। মস্তফা সরদার এলাকার এক জেলের সাথে মাছ ধরে জীবন নির্বাহ করে। তিনি আরও জানান, মস্তফা সরদার পানি উন্নয়ন বোর্ডের ঐ জায়গায় বসবাস করে আসছে এবং এ জায়গায় তার ঘর আছে। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি বলেন, মস্তফা ছোট বেলা থেকেই জেলে পেশা নিয়ে নদীতে মাছ ধরছে। সে একজন গরিব মানুষ, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রায় অনেক বছর পর্যন্ত বসবাস করে আসছে। পানি উন্নয়ন বোর্ড ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করে মস্তফাকেই ডিসিআর দেওয়া দরকার।