আগামীকাল অমর ২১শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত জনসাধারণ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাষা দিবসে ট্রাফিক নির্দেশনার বিস্তারিত জানায় ডিএমপি। ডিএমপির নির্দেশনায় বলা হয় :
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ ও বের হওয়ার রাস্তা
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সব নাগরিককে শুধুমাত্র পলাশী ক্রসিং ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। আর বের হওয়া যাবে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা রুমানা চত্বরের রাস্তা দিয়ে।
বন্ধ থাকবে যেসব রাস্তা
বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক; চাঁনখারপুল-রুমানা চত্বর ক্রসিং সড়ক; টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং; উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং।
ডাইভারশন ব্যবস্থা
রাস্তায় আলপনা অঙ্কনের জন্য আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। এ সময় শিববাড়ী, জগন্নাথ হল ও রুমানা চত্বর ক্রসিংগুলোতে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুর, শহিদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রুমানা চত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশন রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেওয়া হবে বলে জানানো হয়।
সোমবার গাড়ি প্রবেশ বন্ধ থাকবে
আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।
গাড়ি পার্কিং ব্যবস্থা
একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়া, নগরবাসী নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে তাদের গাড়ি পার্কিং করতে পারবেন।
সাধারণ নির্দেশনা
* মহামারি করোনার এই সময়ে সকলকে মাস্ক পরিধান করে কবরস্থান ও শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য ও পুষ্পস্তবক অর্পণ করার অনুরোধ জানানো হয়।
* এসময় রাস্তায় বসা বা দাঁড়িয়ে থাকা যাবে না।
* কোনো ধরনের ব্যাগ সঙ্গে রাখা যাবে না।
* শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে আর্চওয়ের মাধ্যমে তল্লাশী করে সবাইকে প্রবেশ করানো হবে। এক্ষেত্রে সারিবদ্ধভাবে প্রবেশ করতে বলা হয়েছে।
* যেকোনো প্রয়োজনে শহীদ মিনার এলাকায় ডিএমপির অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের কথা বলা হয়েছে।