আফগানিস্তান সিরিজে ক্রিকেট ভক্তরা মাঠে বসে খেলা দেখতে পারবে। তবে লাগবে ভ্যাকসিন সার্টিফিকেট, পরতে হবে মাস্ক। বিসিবি জানিয়েছে, পরিস্থিতি ঠিক থাকলে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ মাঠে বসেই উপভোগ করতে পারবে ৪-৫ হাজার দর্শক।
মাঠে দর্শক ফেরানোর লক্ষ্যেই বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের টিকেটের মূল্য আর প্রাপ্তি স্থান।
২২ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের আগের দিন থেকে টিকেট পাওয়া যাবে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত টিকেট বুথে।
প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে। বিক্রি না হলে টিকেট পাওয়া যাবে ম্যাচের দিনও। তবে মাঠে বসে খেলা দেখতে লাগবে ভ্যাকসিন সার্টিফিকেট, পরতে হবে মাস্ক।
সর্বনিম্ন ১৫০ টাকা ইস্টার্ন স্ট্যান্ড, ক্লাব হাউজ ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা থেকে সর্বোচ্চ রুফটপে ১০০০ টাকা টিকেটের দাম নির্ধারণ করেছে বিসিবি।
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে ৪-৫ হাজার দর্শককে খেলা দেখতে দেওয়ার সরকারি অনুমোদন রয়েছে। যদিও দর্শক ধারণক্ষমতার ৫০ শতাংশ আসনে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে বিসিবি।
ম্যাচের সময় সূচি: ১ম ওয়ানড ২৩ ফেব্রুয়ারি, ২য় ওয়ানডে ২৫ ফেব্রুয়ারি ও ৩য় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রামে প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।