গাজীপুরের কাপাসিয়া সদরের মধ্যপাড়া এলাকায় নববধূকে গলা টিপে হত্যার পর চৌকির নীচে লুকিয়ে রাখে ঘাতক স্বামী। ওই নববধূ’র নাম সুমাইয়া আক্তার।
এই ঘটনাটি গত রোববার সকালে ঘটলেও সোমবার ভোর রাতে থানা পুলিশ মরদেহ উদ্ধার এবং ঘাতক স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। জসিম উদ্দিন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, পারিবারিক কলহের কারণে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতো। তারই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে জসিম তার স্ত্রী সুমাইয়াকে গলা টিপে হত্যা করে মৃতদেহ ঘরের ভেতর চৌকির নীচে লুকিয়ে রাখে।
নিহতের মা এসে সুমাইয়া’র খোঁজ না পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।