December 24, 2024, 4:10 pm

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানসহ ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, June 10, 2020,
  • 107 Time View

অনলাইন ডেস্ক

চাঁদপুরের শাহারাস্তি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফি আহমেদ মিন্টু। করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান।

ইউপি মেম্বার আবু ইউসুফ জানান, চেয়ারম্যান সাহেবের জ্বর ছিল। পরে বাড়িতে স্ট্রোক করার পর কুমিল্লা নেয়ার পথে তিনি মারা যান। দুপুরে উপজেলার  বোলদিঘী গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন,  চেয়ারম্যানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতে তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, যারা দাফনকার্যে অংশ নিয়েছেন তাদেরকে হোম  কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ইউপি  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছিলেন। তাই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের চরভাগড় গ্রামের নিজ বাড়িতে বুধবার সকালে হাফেজ আহম্মেদ (৫৪) মৃত্যুবরণ করেন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বহু সুধীজন উপস্থিত ছিলেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জাকারিয়া চৌধুরীর খালাতো ভাই। তিনি ফরিদগঞ্জ আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের সহসভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71