করোনার কারণে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে চাকরি, সবের অবস্থাই অত্যন্ত খারাপ৷ করোনার জেরে অনেকেই চাকরি হারিয়েছেন৷ ছোট থেকে বড়, সব ব্যবসায়ীদেরই বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷
এদিকে লকডাউন তুলে নিতে অভিনব প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার রেস্টুরেন্ট কর্মীরা! তারা রাস্তায় নগ্ন হয়ে লকডাউন উঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।
দীর্ঘ দিনের লকডাউনে অন্যান্য সব জিনিসের মতো রেস্টুরেন্ট ও বন্ধ সে দেশে৷ কাজ নেই অসংখ্য রেস্টুরেন্ট কর্মীদের৷ লকডাউন উঠিয়ে দেওয়ার দাবিতে তাই তাদের এ আয়োজন।
প্ল্যাকার্ড হাতে নিজেদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বিক্ষোভকারীরা৷ সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি৷
হাতে কাপ, প্লেট, বোতল, বার স্টুল এবং ন্যাপকিন হোল্ডার নিয়েই নগ্ন হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন একদল রেস্টুরেন্ট কর্মী৷ কাজান শহরের এক রেস্তোরাঁর শ্যেফের মতে, ‘‘আমরা আজ নগ্ন কারণ আমাদের কাছে আর কিছুই নেই৷’’
লকডাউনের জেরে দু’মাসেরও বেশি সময় ধরে বন্ধ রেস্টুরেন্ট৷ আয় নেই৷ এবার সংসার চালানোই অসম্ভব হয়ে উঠছে এই রেস্টুরেন্ট কর্মীদের৷ অসহায় অবস্থায় দিন কাটছে তাদের