পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক কমল সরকারের মায়ের মৃত্যুতে সকল মহলের শোক।
কমল সরকারের মা প্রিয় বালা সরকার (৯৫) স্বামী মৃত. ভূবন চন্দ্র সরকার। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সন্ধ্যা ৭ টায় তার নিজ বাড়ি দাহ কার্য সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানা যায়। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।