December 23, 2024, 7:06 am

২ বছরের শিশুকে যৌন হয়রানি, ৯৯৯ নম্বরে ফোন

Reporter Name
  • Update Time : Tuesday, February 4, 2020,
  • 286 Time View

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরলক্ষীপুর এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগে আওয়াল শেখ নামে এক শ্রমিককে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।

আটক আওয়াল শেখ কুড়িগ্রাম জেলার রাওলীপাড়া গ্রামের গোলদার হোসেনের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির একটি প্রকল্পে কাজ করতেন আওয়াল। সেই সূত্রে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কাছে একটি বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বাড়ির দুই বছরের মেয়ে শিশু ঘরে ঢোকে। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে আওয়াল তাকে যৌন হয়রানি করে। বিষয়টি বাইরে থেকে শিশুটির পরিবারের সদস্যরা দেখে ফেলে। তাৎক্ষণিক তারা আওয়ালকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে জানায়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71