১’ মার্চ থেকে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদ বাড়াতে দুই মাসের এ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকারের মৎস্য অধিদপ্তর ।
এ আইন অমান্য করে অভায়শ্রম খ্যাত তেঁতুলিয়া নদীর ১ শ‘ কিলোমিটার এলাকায় কেউ মাছ শিকার করলে জেলারা কারাদন্ডে দন্ডিত হবেন। ইতিমধ্যে এ নদী থেকে অধিকাংশ মাছ ধরা ট্রলার তীরে ফিরেছে। অবরোধকালীন সময়ে জেলেরা প্রনোদনা পাবেন বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। তবে দেশের ৬ অভায়াশ্রমের মধ্যে উপজেলার নদীর ৪০ কিলোমিটার এ নিষেঘাজ্ঞার আওতায় থাকবেনা।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. জহিরুন্নবী জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালের নিয়োমানুযায়ী পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত তেতুলিয়া নদীর চরভেদুরিয়া হতে চররুস্তুম পর্যন্ত মোট ১’শত কিলোমিটার অংশে প্রতিবছর ১’লা মার্চ হতে ৩০’শে এপ্রিল পর্যন্ত মোট দুই মাস মৎস্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। উক্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।