মণিরামপুর প্রেসকাবের সম্পাদক ‘দৈনিক যুগান্তর’ ও ‘দৈনিক সমাজের কথা’ পত্রিকার মণিরামপুর প্রতিনিধি মোতাহার হোসেন দুষ্টুর মাতা গোলজান বিবি (১০০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহে …… রাজেউন)। এদিন রাত সাড়ে ৮টার সময়ে মণিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে মোহনপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমার পারিবারিক সূত্রে জানাযায়, মরহুমা গোলজান বিবি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানাবিধ অসুখে ভুগছিলেন। কয়েকদিন যাবৎ তার শাররীক অবস্থার খুবই অবনতি হয়। ফলে ডাক্তারের পরামর্শ মোতাবেক নিজ বাড়ীতেই তাকে গভীর পর্যবেক্ষনে রেখে নিয়মিত চিকিৎসা চলছিল। এ অবস্থায় মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-সজনসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। তিনি মণিরামপুর পৌরশহরের মোহনপুর গ্রামের মরহুম আসমোতুল্লাহ খালাসির স্ত্রী ছিলেন।
এদিন রাত ৮টা ৩০ মিনিটে মণিরামপুর ফাজিল মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে স্বামীর কবরের পাশেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি), মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। এছাড়া অনরূপ শোক জানিয়েছেন মণিরামপুরের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য মরহুমা গোলজান বিবি মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম গোলাম মোস্তফার মা এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুলের দাদী।