বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করায় ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে অবস্থান করছেন লিটন দাস। ওয়ানদের হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, আইসিসি। আর তাতে র্যাংকিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের।
এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে আফগান সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লিটন।
সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সিরিজসেরা নির্বাচিত হওয়া লিটন। ৫৯২ রেটিং নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের ৩২ নম্বর অবস্থানে রয়েছেন লিটন। এটাই লিটনের ক্যারিয়ারসেরা অবস্থান।
লিটনের উন্নতি হলেও র্যাংকিংয়ে অবনতি হয়েছে তামিম-মুশফিকের। সিরিজের আগে ১১ নম্বরে থাকা মুশফিক সিরিজে পারেননি ভালো খেলতে। মাত্র একটি অর্ধশতক রানের ইনিংস খেলা মুশফিকের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৭১০। তাতেই ১১ নম্বর থেকে ছিটকে ১৩তে চলে গেছেন তিনি। পতন হয়েছে তামিম ইকবালের। ব্যাট হাতে দুঃস্বপ্নের সিরিজ কাটানো তামিম র্যাংকিংয়ে পিছিয়েছেন দুই ধাপ। নতুন র্যাংকিংয়ে তামিম আছেন ২৩ নম্বরে।
বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো রহমানউল্লাহ গুরবাজেরও অবস্থানের উন্নতি হয়েছে। ক্যারিয়ারসেরা ৫৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন ৪৮তম অবস্থানে।
বোলিং র্যাংকিংয়ে পিছিয়েছেন মেহেদী মিরাজও। সিরিজে তিন ম্যাচে ৩ উইকেট পাওয়া বোলার রয়েছেন সাতে। আফগান স্পিনার রশীদ রয়েছেন সেরা দশে। নবম স্থানে অবস্থান করছেন তিনি।
বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করায় ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে অবস্থান করছেন লিটন দাস। ওয়ানদের হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, আইসিসি। আর তাতে র্যাংকিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের।
এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে আফগান সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লিটন।
সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সিরিজসেরা নির্বাচিত হওয়া লিটন। ৫৯২ রেটিং নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের ৩২ নম্বর অবস্থানে রয়েছেন লিটন। এটাই লিটনের ক্যারিয়ারসেরা অবস্থান।
লিটনের উন্নতি হলেও র্যাংকিংয়ে অবনতি হয়েছে তামিম-মুশফিকের। সিরিজের আগে ১১ নম্বরে থাকা মুশফিক সিরিজে পারেননি ভালো খেলতে। মাত্র একটি অর্ধশতক রানের ইনিংস খেলা মুশফিকের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৭১০। তাতেই ১১ নম্বর থেকে ছিটকে ১৩তে চলে গেছেন তিনি। পতন হয়েছে তামিম ইকবালের। ব্যাট হাতে দুঃস্বপ্নের সিরিজ কাটানো তামিম র্যাংকিংয়ে পিছিয়েছেন দুই ধাপ। নতুন র্যাংকিংয়ে তামিম আছেন ২৩ নম্বরে।
বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো রহমানউল্লাহ গুরবাজেরও অবস্থানের উন্নতি হয়েছে। ক্যারিয়ারসেরা ৫৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন ৪৮তম অবস্থানে।
বোলিং র্যাংকিংয়ে পিছিয়েছেন মেহেদী মিরাজও। সিরিজে তিন ম্যাচে ৩ উইকেট পাওয়া বোলার রয়েছেন সাতে। আফগান স্পিনার রশীদ রয়েছেন সেরা দশে। নবম স্থানে অবস্থান করছেন তিনি।