December 25, 2024, 4:18 am

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার হুমকি

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2020,
  • 84 Time View

অনলাইন ডেস্ক

ইসরায়েল পশ্চিম তীরে এক-তৃতীয়াংশ ভূখণ্ড দখলের পরিকল্পনা থেকে সরে না আসলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ।

রাজনৈতিক দল ফাতাহ’র এই নেতা বলেন, যদি ১ জুলাই ইসরায়েল ভূখণ্ড দখলের পদক্ষেপ নেয় তাহলে আমরা ফিলিস্তিনের অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবো। সেখান থেকে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হব।

কয়েকদিন আগে নেতানিয়াহুর সরকার ঘোষণা দিয়েছে, ১ জুলাই থেকে পশ্চিম তীর ও জর্ডান উপত্যাকার বিস্তৃত অঞ্চলে বসতি স্থাপন বাড়ানো হবে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সীমানা চুক্তি অনুযায়ী এই অঞ্চল দুটি ফিলিস্তিনিদের অধীনে মধ্যে পড়েছে। যদিও ১৯৬৭ সাল থেকে ইসরাইল অবৈধভাবে দখল করে আছে।

সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে কয়েক হাজার ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে ইসরাইল।

ইফরাত নামে এই বসতি সম্প্রসারণ প্রকল্পে প্রায় ৭ হাজার আবাসন ইউনিট তৈরি করা হবে। এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে ওয়াশিংটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71