অনলাইন ডেস্ক
গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার নাম শামসুল হক (৬৬)।
এর আগে স্ত্রীসহ তিনি করোনায় আক্রান্ত হলে গত রাতে তাকে চিকিৎসার জন্য এনাম মেডিকেলে নেওয়া হয়।
নিহত শামসুল হক শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আহমদ আলী সরকারের ছেলে।
নিহতের বড় ছেলে জাহিদুল ইসলাম সুমন জানান, তার বাবার করোনার উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই তার বাবা ও মায়ের করোনা সংক্রমণ ধরা পরে। পরে গত রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে চিকিৎসার জন্য এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।