সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানেয়েছেন, সাকিব আগামী কালই দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন।
তিনি আরও জানান, মানসিক সমস্যায় ভোগা সাকিবের পাশে দাঁড়ানো এখন বোর্ডের কর্তব্য।
সাকিব জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার প্রকৃতি দেখে তার মন ভালো হয়ে যেতে পারে।
দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি এখন আন্তর্জাতিক সিরিজ খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই।
তবে দুবাই থেকে ফিরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর সাকিব জানালেন, তিনি এখন আগের চেয়ে একটু ভালো বোধ করছেন।
এর আগে সাকিবকে সবধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।