প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আসলে আমরা তাদের (পাকিস্তানের খেলোয়াড়দের) খুব ভালো করে চিনি। তাদের বিপক্ষে বেশকিছু ম্যাচ খেলেছি। তাই ওদের সম্পর্কে ভালো ধারণা রয়েছে। আমি মনে করি, বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে আমাদের সামনে। সবাই খুব ভালো আছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। ’
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে তা ছিল অসাধারণ। হয়তো ফল আমাদের পক্ষে আসেনি। তবু আমি মনে করি, অনেক জায়গায় আমাদের উন্নতি হয়েছে। ’