রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে আটকে পড়া পাঁচ শিক্ষার্থী দেশে ফিরেছে। এরমধ্যে বেশিরভাগই মেডিকেল শিক্ষার্থী।
আজ সোমবার সকালে কাতার এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।
দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
যুদ্ধপরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অনলাইনে পাঠদান চালুর কথাও জানান তারা।
শিক্ষার্থীরা জানান, ফিরে যাওয়ার ব্যাপারে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত দেবে বিশ্ববিদ্যালয়গুলো।
এদকে, সন্তানরা ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরাও।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। আজ সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। রাশিয়ার ক্রমাগত হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউক্রেন। দেশ ছেড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে মৃত্যুও সংখ্যাও। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।