মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা করেছে দুষ্কৃতকারীরা। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে এমন ঘটনা ঘটেছে। এতে দলটির টিম বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এ ছাড়া আইপিএল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।
আইপিএলের পঞ্চদশ আসর শুরু হতে আর দিন দশেকও বাকি নেই। কিন্তু এরই মধ্যে নিরাপত্তা হুমকির মুখে পড়ল জনপ্রিয় এ ক্রিকেট লিগটি।
এদিকে এ ঘটনায় মুম্বাইয়ের কোলাবা থানায় বুধবার (১৬ মার্চ) একটি এফআইআর দায়ের করা হয়েছে।
আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলের পাশে রাখা ছিল বাসটি। সেখানেই অজ্ঞাতপরিচয়ের ৫-৬ জন হামলা চালায়। ভাঙচুরের চেষ্টাও করা হয়। হামলাকারীদের পরিচয় অজানা হলেও তারা সবাই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য বলে জানা গেছে।