সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আজ সোমবার থেকে আগামী ১৭ এপ্রিল সুনামগঞ্জ ও ভারতের আসাম, মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সুরমা, যাদুকাটা, চলতি নদী, চেলা নদীসহ সব নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। তাই এই পরিস্থিতিতে হাওর এলাকা থেকে যথাসম্ভব দ্রুত ধান কেটে আনতে হাওরপাড়ের মানুষকে অনুরোধ করা হচ্ছে।
সেই সঙ্গে জেলার কোন বাঁধে ফাটল দেখা দিলে বা বাঁধ ভেঙে গেলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি অতীব জরুরি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি সবাইকে এক সঙ্গে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।