দেশে নির্মাণ সামগ্রীর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বাড়ার পেছনে সিন্ডিকেট কাজ করছে কিনা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।
আজ বুধবার রাজধানীর তেজগাঁও জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে ভোক্তা-অধিকার আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ী পর্যায়ে মতবিনিময় সভা এবং সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে রড তৈরির কাঁচামালের দাম বাড়ার অজুহাতে দেশে রড, মোটা-পাতলা প্লেনশিট ও অ্যাঙ্গেলের দাম বেড়ে যাওয়া অযৌক্তিক বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।
সভায় বাংলাদেশ কনস্ট্রাকশন ওনার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, ঘণ্টায় ঘণ্টায় দেশেও নির্মাণ সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় চ্যালেঞ্জ এর মুখে পড়েছে এই শিল্প। সভায় নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা বলেন, সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯টি লিংকেজ কোম্পানি শিল্প প্রসারের মাধ্যমে নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসময় এ খাতে শৃঙ্খলা ফেরাতে পণ্যে উৎপাদক আমদানিকারক এবং মাঠ পর্যায়ে ডিলারদের সাথে বৈঠক করার কথা জানায় ভোক্তা অধিদপ্তর।