মাদারীপুরের কালকিনিতে ভ্যান উল্টে গিয়ে রমজান কবিরাজ (১২) ও রিফাত হোসেন (১১) নামে ২ সহপাঠী নিহত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
কালকিনি থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রমজান কবিরাজ শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে এবং রিফাত হোসেন মনজুর হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি নিউজ টোয়েন্টিফোরকে জানান, রমজান রিফাত ও ইব্রাহিম নামে ৩ সহপাঠী রাতে ভ্যানে করে ঘুরছিলেন এ সময় একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে যায়।
এতে ভ্যানটি উল্টিয়ে তাদের উপর পরে। পরে আহত অবস্থায় রমজান ও রিফাতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।