ঢাকা প্রিমিয়ার লিগের পিচ নিয়ে বোমা ফাটালেন সুপার সিক্সে উঠে দুই দলের অধিনায়ক। আর গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম স্বীকার করলেন দায়টা। টানা খেলার কারণে এমন অবস্থা। বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের অভিমত উইকেট যেমনই হোক ক্রিকেটারদের অভ্যাস্ত হতে হবে।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগ। এবারো সবচেয়ে বেশি আলোচনায় ২২ গজ। গত সপ্তাহে রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে ড্রেসিং রুমের দরজায় লাথি মেরেছিলেন মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদ।
শুধু রিয়াদের নয় অভিযোগ আছে আবাহনী ও প্রাইম ব্যাংকের অধিনায়কেরও। এই ধরনের উইকেটে খেলে তারাও যেন অতিষ্ট।
বিসিবি পরিচালক খালেদ মাহমুদ ক্রিকেটারদের সঙ্গে একমত নয়। কারণ হিসাবে তিনি বললেন, উইকেট যেমনই হোক অভ্যস্ত হতে হবে ক্রিকেটারদের।
তবে, প্রিমিয়ার লিগের উইকেট নিয়ে অবশেষে নিউজ টোয়েন্টির কাছে মুখ খুললেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আফ্রিকা কন্ডিশনে স্পিনারই ছুড়ি ঘুরিয়েছে। হঠাৎ স্পিন বান্ধব পিচ বানিয়ে ফায়দা তুলেছে প্রোটিয়ারা। তারা পারলেও টাইগারদের হোম ভেন্যু নিয়ে এতোদিনও, আক্ষেপে কেন পুড়বেন ক্রিকেটাররা?