নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে স্থবির হয়ে পড়েছে ওই এলাকার বেশ কয়েকটি মার্কেটের ব্যবসা-বাণিজ্য। ঈদের আগে বেচাকেনা বন্ধের কারণে বাড়ছে লোকসান। এক দিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের কারণে ক্ষতি দাঁড়াতে পারে শতকোটি টাকা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, নিউ মার্কেটকেন্দ্রিক ২০টি মার্কেট রয়েছে। ব্যবসায়ীর সংখ্যা হবে দেড় লাখের বেশি।
তিনি আরও বলেন, আসন্ন ঈদ ঘিরে এখন ব্যবসার পিক সময়। বিক্রি একদিন বন্ধ থাকায় বড় অঙ্কের ক্ষতি হতে পারে। এক দিন ব্যবসা বন্ধের ফলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০০ কোটি টাকা। তবে সার্বিক ক্ষতির বিষয়ে সঠিক তথ্য দেয়া কঠিন। হেলাল উদ্দিন বলেন, এই এলাকার নিউ মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মল, চাঁদনী চক, হকার্স মার্কেট, নিউ ম্যানশনসহ আরও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এখানে।