বাংলাদেশে পাবজি নিষিদ্ধের আদেশ বাতিল চেয়ে পাবজি কর্তৃপক্ষের আবেদন খারিজ করেছেন আদালত। হাইকোর্ট জানিয়েছে, নিষিদ্ধ থাকবে পাবজি গেম।
আজ বুধবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস বন্ধ থাকার নির্দেশ দেয় হাইকোর্ট।
রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব বলেন, এই গেইম সহিংসতার প্রতি শিশু কিশোরদের আকৃষ্ট করে। তাই তা বন্ধই থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এর আগে, গত বছর অনলাইন গেমসগুলোকে রেগুলার মনিটরিং বা পর্যবেক্ষণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না এবং একই সাথে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
এছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভসহ অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপসগুলো কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।