অনলাইন ডেস্ক
পাকিস্তানের নগদ অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল প্রতিবেশী ভারত। এরইমধ্যে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে, অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য হিমশিম খাচ্ছে ভারত। মুম্বাই-ভিত্তিক ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’ এক জরিপে এমন আভাস পাওয়া যায়।
সূত্র জানিয়েছে, মার্চ মাসে আরোপ করা লকডাউনের কারণে শতকরা ৮৪টি পরিবারের আয় কমে গেছে। ওই জরিপে অংশ নেওয়া প্রতি তিনজনের মধ্যে একজন জানিয়েছেন যে, তাদের কাছে যে সম্পদ আছে তা এক সপ্তাহের মধ্যে ফুরিয়ে যাবে।
এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, আমি অর্থ সহায়তার প্রস্তাব দিতে প্রস্তুত রয়েছি এবং আমরা যে সফলভাবে স্বচ্ছতার সঙ্গে নগদ অর্থ প্রদানের কর্মসূচি হাতে নিয়েছিলাম যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে তাও ভারতের সঙ্গে শেয়ার করতে প্রস্তুত রয়েছে।
করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর পাকিস্তান এক কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে।
ইমরান খানের দেওয়া প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, তার দেশ প্রণোদনা প্যাকেজ দিচ্ছে এবং সেটি এত বড় যা পাকিস্তানের জাতীয় উৎপাদনের সমান।
ভারত এবং পাকিস্তান গত মার্চ মাস থেকে করোনার মহামারী মোকাবেলায় লকডাউন আরোপ করে কিন্তু প্রায় এক মাস আগে পাকিস্তান তা প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু ভারতের বিভিন্ন স্থানে এখনও লকডাউন চলছে।