কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মিম। একই সঙ্গে থাকা খালা চামেলি খাতুনের সন্ধান করছে দমকল কর্মীরা।
কুমারখালী ফায়ার স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে জানান, চার ঘণ্টার প্রচেষ্টায় মিমের মরদেহ উদ্ধার করতে পেরেছেন তার। তবে এখনও তল্লাশি চলছে।
তিনি বলেন, খুলনা থেকে ইতোমধ্যে ডুবুরি দল রওয়ানা হয়েছেন।
খোকসা উপজেলার দুধরাজপুরের সপ্তম শ্রেণীর ছাত্রী মিম খাতুন (১৩) নানা বাড়িয়ে বেড়াতে এসে খালাসহ অন্যদের সঙ্গে পাথরবাড়িয়া এলাকায় গড়াই নদীতে গোসল করতে নামে। আজ সোমবার দুপুর ১টার দিকে চামেলি ও মিম নদীর খনন করা অংশে গভীর পানিতে তলিয়ে যায়।
উপরে উঠতে না দেখে অন্যরা চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ছুটে আসে। তারা কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। নিখোঁজ চামেলি খাতুনের বাড়ি কুমারখালীর মুলগ্রামে।