পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জেল আকনের বিরুদ্ধে। রোববার বিকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইয়াসমিন ওই গ্রামের মৃত জাকির চৌকিদারের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সদস্যের পক্ষে কাজ না করার জেরে ইয়াসমিনের ভাতের হোটেলে ভাঙচুর, লুটপাট তাকে মারধর করা হয়। এ সময় তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ঘটনায় ইয়াসমিন ও তার ছেলে সায়েম আহত হয়েছেন।
চরবিশ্বাস ইউপি সদস্য তোফাজ্জেল আকনের (৪৬) নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তার সমর্থকরা হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা এক লাখ ৫০ হাজার নগদ টাকা ও দোকানের মালামাল বিক্রির এক লাখ ৫০ হাজার, ৩৫ হাজার টাকার স্বর্ণের চেইন ও ১৭ হাজার টাকার কানের ঝুমকা লুট করে নিয়ে যায়।
আহত অবস্থায় ইয়াসমিন ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ইয়াসমিন বলেন, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় চিকিৎসাধীন অবস্থায়ও হামলার আতঙ্কে আছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন তিনি।
হামলার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য তোফাজ্জেল আকন বলেন, ঘটনার সময় আমি মসজিদে ইফতার করছিলাম। যারা তার দোকানে বাকি খেত, টাকা চাওয়ায় তারাই হামলা করেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, ঘটনাস্থল থেকে বিধবা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।