পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার কথা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন। তিনিই একমাত্র প্রথম সারির তারকা ক্রিকেটার, যিনি প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে আজ শনিবার দুপুরে টুইট করে আফ্রিদি দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আফ্রিদি বলেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি হচ্ছিল শরীরে। খুব ব্যথা হচ্ছিল। আমি পরীক্ষা করে দেখলাম। আর দুর্ভাগ্যজনকভাবে আমি এখন কোভিড পজিটিভ। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের প্রার্থনা চাইছি।’
এর আগে পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমরের করোনা হয়েছিল। তিনি ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এবার আক্রান্ত হলেন আফ্রিদি। তিনি করোনাভাইরাসের মহামারির শুরু থেকেই অসহায় মানুষদের জন্য কাজ করছিলেন। বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহীমের ব্যাট ১৭ লাখ টাকা কিনে নিয়েছিলেন; এই অর্থ ব্যয় করা হবে করোনা দুর্গতদের জন্য।