সঞ্জিব দাস ,গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালীর গলাচিপা-দশমিনা (৩) আসনের সংসদ সদস্য এসএম শাহাজাদা (এমপি) ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ্। আজ শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় শাহীন শাহ্ বলেন, গণমানুষের নেতা মোহাম্মদ নাসিম ভাই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। তিনি আরো বলেন, জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে বলে শাহীন শাহ্ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি এসএম শাহাজাদা (সাজু) এমপি’র পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য শনিবার সকাল ১১টা ১০মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম শেষ নিশ্বাস ত্যাগ করেন।