চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে কামাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন পাশের জেহালা গ্রামের মৃত জাহান আলী মাস্টারের ছেলে। তিনি ঠিকাদারি পেশায় জড়িত ছিলেন।
নিহতের স্ত্রী সেলিনা খাতুন অভিযোগ করেন, শরিকানা জমি নিয়ে কামালের মামাতো বোনের স্বামী স্বাধীন আলীর সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ ছিলো। এ নিয়ে সোমবার সকালেও কথা কাটাকাটি হয়। সে সময় স্বাধীন প্রকাশ্যে কামালকে হত্যার হুমকি দেয়। রাতে কামাল হোসেনকে রাস্তায় একা পেয়ে স্বাধীনসহ কয়েকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক জানান, কামাল হোসেনকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে এবং বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষত রয়েছে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক আব্দুল আলিম জানান, মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা কামালকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।