নেত্রকোনার কেন্দুয়ায় বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। বৃহস্পতিবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাবুল দত্ত। ৪৫ বছর বয়সী বাবুল দনাচাপুর গ্রামের প্রভুদ দত্তের ছেলে।
আহতরা হলেন- ওই গ্রামের ২৫ বছর বয়সী সাগর দত্ত, ৪০ বছরের চায়না রানী দত্ত, ৩৫ বছরের তৃপ্তি রানী, রঞ্জিত দত্তসহ সাতজন।
নিহতের পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, বাবুলের বাড়ির ওপর দিয়ে প্রতিবেশী সুবল দেবের বাড়ির বৃষ্টির পানি যায়। এ নিয়ে বুধবার দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরিবার। এ সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন বাবুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।