অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু গভীর শোক প্রকাশ করেছেন দলীয় নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে। তিনি বলেন, ‘নাসিমের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং দেশের জন্য ক্ষতি। আওয়ামী লীগের নেতা এবং ১৪ দলের মুখপাত্র হিসেবে দেশ গঠনে সব সংগ্রামে, সব কার্যক্রমে অংশ নিয়েছেন নাসিম।
তিনি বলেন, করোনা ভাইরাসের সংকটেও নিজের হাতে ত্রাণ দেওয়া এবং সব কাজে যুক্ত ছিল বলেই অসুস্থ হয়েছিল। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, নাসিমের মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।