পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রাসেল (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ৩টায় উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর লক্ষী গ্রামের ফরেস্ট বনের কেওড়া গাছ থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।। নিহত রাসেল ওই গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের ভাষ্য মতে নিহত রাসেল মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ সকালে বাবা বেল্লাল ফরাজীর সাথে রাসেলের কথা কাটাকাটি হয়। এর জেদ ধরে রশি নিয়ে ঘর থেকে বেড় হয়ে আধাঁ কিলোমিটার দূরে ফরেস্ট বনের কেওড়া গাছের সাথে গলায় ফাঁস দেয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় পোস্টমর্টেম করা হবে না। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।