শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের দারুণ শতকের পর ৩৯ রান নিয়ে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ। ৮১ টেস্টের ক্যারিয়ারে এটি মুশফিকের অষ্টম শতক।
সাকিব যখন আউট হলেন, তখন মুশফিকের রান ৯৩। তারপর থেকে সতর্ক এই ডানহাতি ব্যাটসম্যান।
অন্য প্রান্ত আগলে রেখেছিলেন নাঈম হাসান। আরো ১৯ বল খেলে কাঙ্ক্ষিত ৭ রান করলেন মুশফিক। ১৫৩তম ওভারের তৃতীয় বলে আসিথ ফার্নান্দোকে ফাইন লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করলেন তিনি। ২৭০ বলে দেখা পেলেন শতকের।