একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে আনা হয়।
বিকেল ৩টা ২২ মিনিটে বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব ইমামতি করেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন আবদুল গাফফার চৌধুরী।