ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খেলাধুলা শেষে সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। তার নাম আরিফুর রহমান পলাশ(২২)। তিনি নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সদরাবাড়িতে। বাবার নাম মো. আতাউর রহমান।
রোববার (২৯মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, গোসল করতে গিয়ে ডুবে যায় পলাশ। সাইফুল ইসলামসহ সহপাঠীরা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ১ টা ৫৮ মিনিটে মৃত ঘোষণা করেন।