নীলফামারী ডিমলায় ঢাকাগামী কোচ ও মোটরসাইকেল সংঘর্ষে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র সোহাগ (৩০) নামে এক যুবক নিহত হ। ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় আজ সোমবার সকাল ৮.৩০ মিনিটে সোহাগ ইসলাম তার ভাতিজি দশম শ্রেণীর স্কুল ছাত্রী সাথী আক্তারকে স্কুলে রাখার জন্য বাড়ি হতে ডিমলা উদ্দেশ্যে যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকাগামী অনিতা এন্টার প্রাইজের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে চাচার মৃত্যু হয়।
তাৎক্ষণিক ডিমলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও গুরুতর অসুস্থ সাথীকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কর্তব্যরত ডাক্তার সাথী আক্তারের উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এই বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান নিউজ টোয়েন্টিফোরকে বলেন, নিহত যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।