কলকাতার অনুষ্ঠানে গাইতে এসে মারা যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দন ওরফে কেকে। মরদেহ নিতে ছেলেকে সঙ্গে নিয়ে আজ বুধবার ৯টার দিকে সকালে কলকাতায় এসে পৌঁছালেন কেকে-র স্ত্রী জ্যোতি। সেখান থেকে সোজা একবালপুরের বেসরকারি হাসপাতালে যান জ্যোতি এবং নকুল।
মঙ্গলবার রাতেই গায়কের মৃত্যু সংবাদ পেয়েছিলেন তিনি।
তখনই জ্যোতি জানিয়ে দেন, সকালের প্রথম বিমানেই আসবেন কলকাতায়।
একবালপুরের ওই হাসপাতালেই মঙ্গলবার রাতে নিয়ে আসা হয়েছিল গায়ককে। যদিও বুধবার সকালে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত শুরু হওয়ার কথা তাঁর। ইতিমধ্যেই তাঁর মৃত্যুটি অস্বাভাবিক বলে কলকাতার নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন কেকের সঙ্গীরা। যদিও কেকের স্ত্রী এবং পুত্র বিমানবন্দর থেকে সোজা এসএসকেএমেই যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য কেকের পুত্র নকুল কৃষ্ণ কনাথও একজন গায়ক। বাবার সঙ্গে একটি ছবিতে নেপথ্য গায়ক হিসেবে কাজও করেছেন নকুল। কেকে’র একজন কন্যা সন্তানও আছে। নাম, তামারা কনাথ। সূত্র : আনন্দবাজার পত্রিকা