গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (৫ জুন) দুপুরে মালবাহী ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।
জানা যায়, রংপুরগামী মালবাহী ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়।
এছাড়া রাজবাড়ী সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী দল খবর দেওয়া হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, লাইনচ্যুত ট্রেনটি রেল লাইনে তুলতে কতক্ষণ সময় লাগবে তা বলা যাচ্ছে না।