শফিকুজ্জামান শুভ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
নাসিরনগর উপজেলায় টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ১৪ জুন রবিবার বিকাল ৫ ঘটিকায় নাসিরনগর উপজেলার জগন্নাথ মন্দিরের মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ও নাসিরনগর উপজেলা সমিতি ঢাকা এর সহায়তায় নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।
উক্ত মানবিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃআবুল খায়ের, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আছমত আলী, আজদু মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
উলেখ্য, টর্নেডোতে ১২৫ টি ক্ষতিগ্রস্থ পরিবারের শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।